লায়ন্স অগ্রগতি শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয়

Lions Agragati Shikkha Niketan High School

লায়ন্স অগ্রগতি শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয়

Lions Agragati Shikkha Niketan High School

প্রধান শিক্ষক মহোদয়ের কথা

প্রধান শিক্ষকের বাণী

শেরে বাংলা নগরস্থ আগারগাঁও তালতলা সরকারী কলোনীতে বসবাসকারী কতিপয় শিক্ষানুরাগী সরকারী কর্মকর্তা / কর্মচারীদের উদ্যেগ ও অর্থায়নে ১৯৯২ সালে “ লায়ন্স অগ্রগতি শিক্ষা নিকেতন ” স্কুলটি স্থাপিত হয়েছে এবং এলাকাবাসীর চাহিদা অনুযায়ী পর্যায়ক্রমে এটিকে হাইস্কুলে উন্নীত করা হয়েছে। ২০ জন অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা পরিচালিত এ স্কুলটিতে বর্তমানে ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ৫ (পাঁচ) শতাধিক। এদের অধিকাংশই কলোনীতে বসবাসরত বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর / সংস্থার স্বল্প আয়ের কর্মচারীদের সন্তান। দূরে কে াথাও ভালমানের স্কুলে লেখাপড়া করানোর সামর্থ্য তাদের নেই বিধায় অত্র স্কুলেই অত্যন্ত অল্প খরচে উন্নতমানের শিক্ষার সুযোগ পেয়ে আসছে। পাশাপাশি স্কুলটি প্রতিষ্ঠার কারণে কর্মসংস্থানের সুযোগসৃষ্টিসহ বেকার শিক্ষিত ছেলে মেয়েরা স্কুলটিতে শিক্ষকতার মাধ্যমে তাদের বেকারত্ব জীবনের সমস্যা কিছুটা হলেও দূর করার সুযোগ পেয়েছেন। সবার জন্য কম্পিউটার শিক্ষা বাধ্যতামুলক তাই স্কুলটিতে একটি শেখরাসেল কম্পিউটার ল্যাব আছে । এখানে উল্লেখ্য যে, বিদ্যালয়ের কার্যক্রমের প্রতি সন্তুষ্ট হয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকা। ০১-০৭-০৮ ইং তারিখে ৮ম শ্রেণি পর্যন্ত (নি¤œমাধ্যমিক) প্রাথমিক পাঠদানের অনুমতি প্রদান করেন। বিদ্যালয়টিতে উত্তোরত্তর ছাত্র-ছাত্রীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অত্র বিদ্যালয়টি গত ১৯-০৪-২০২০ইং তারিখে এম.পি.ও ভ‚ক্ত হয়েছে।